কোভিড-১৯: দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য খাতে আরো ৩০ মিলিয়ন ডলার দেবে চীন

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আরো ৩০ মিলিয়ন ডলার দিয়েছে চীন। বিশ্বজুড়ে চলছে ভয়াবহ কোভিড নাইন্টিন মহামারি। এমন অবস্থার সঙ্গে লড়াইয়ে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরো অর্থ প্রয়োজন ছিল তখন যুক্তরাষ্ট্র এতে অর্থ প্রদান বন্ধের ঘোষণা দেয়। এর কয়েক দিনের মাথায়ই অতিরিক্ত এ অর্থ প্রদানের ঘোষণা দিলো চীন। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেন, কোভিড নাইন্টিন মহামারির সঙ্গে লড়তেই অতিরিক্ত এ অর্থ প্রদান করেছে বেইজিং। তিনি এ নিয়ে একটি টুইট করেন। এতে বলা হয়, উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রগুলোতে কোভিড নাইন্টিন মোকাবেলায় প্রচুর অর্থ প্রয়োজন। চীন যে অর্থ ডোনেট করেছে তা এসব দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেই ব্যবহার করা হবে।
এর আগে গত মার্চ মাসে চীন আরো ২০ মিলিয়ন ডলার ডোনেট করেছিল কোভিড নাইন্টিনের বিরুদ্ধে মোকাবেলায়। টুইটে এ কথাও উল্লেখ করা হয়েছে।