খুনের হুমকি ‘বিগ বস’ প্রতিযোগীকে

0

লোকসমাজ ডেস্ক॥ এক মহিলার কাছ থেকে খুনের হুমকি পেলেন ‘বিগ বস’ ১৩ প্রতিযোগী অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হুমকির স্ক্রিনশট নিয়ে তিনি মুম্বই পুলিশ এবং সাইবার দফতরে ট্যুইট করেছেন। দেবলীনার সঙ্গে ওই সিজনের প্রতিযোগী ছিল আরহান খান। আরহানের বিষয়ে কথা বললেই খুন হতে হবে তাকে, এমন হুমকি পেয়েছেন। সেই বার্তায় লেখা হয়েছে, আপনি অহেতুক আরহানকে অপমান করছেন। এরপর যদি কোনো দিন আরহানের বিরুদ্ধে কিছু বলেন তাহলে আপনার এবং রশমি দেসাই ও সিদ্ধার্থ শুক্লার লাশ কেউ খুঁজে পাবে না। আপনি ওদের জন্যই বারবার আরহানকে অপমান করেন। মনে রাখবেন, আরহানের সঙ্গে এরপর কিছু বললে ওদিনই হবে আপনার জীবনের শেষ দিন।
এরইমধ্যে দেবলীনার ট্যুইটের উত্তর দিয়েছে মুম্বই পুলিশ।বলেছে আপনার যাবতীয় তথ্য আমাদের পাঠান। মুম্বই পুলিশের প্রশংসা করেছেন দেবলীনা। তবে ওই মহিলার পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে। একসময় আরহানের সঙ্গে সম্পর্ক ছিল রশমি দেসাইয়ের।