যশোরে চারজন আক্রান্তের ঘটনায় ১০ বাড়ি লকডাউন : হোম কোয়ারেন্টিনে ৩০

0

বিএম আসাদ॥ যশোর জেলায় আরও চারজন করোনা ভাইরাসে আক্রান্তের পর তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তরা সঙ্গ দিয়েছে এমন ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় যশোর সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, চৌগাছা উপজেলা সদরের মডেলপাড়ায় একজন নারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই নারীকে হোম আইসোলেশনে নেয়া হয়েছে। বাড়ির ৭ জনকে নেয়া হয়েছে হোম কোয়ারেন্টিনে। এছাড়া আক্রান্ত নারী মুড়ি ভাজতে গিয়ে যে সব বাড়িতে সঙ্গ দিয়েছেন সে সব এলাকার ১০টি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে। একই এলাকায় আক্রান্ত অপরজন ঢাকা থেকে চৌগাছায় এসেছেন। তাকে আইসোলেশনে এবং এ বাড়ির ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ফলে চৌগাছায় আক্রান্ত ২ জনকে হোম আইসোলেশনে। ৭ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। শার্শার লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের যে স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি বেনাপোলে স্থলবন্দরে দায়িত্ব পালন করেন। করোনায় আক্রান্ত হওয়ায় তাকে হোম আইসোলেশনে এবং সেখানে ১২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যশোর সদর উপজেলায় আক্রান্ত ব্যক্তি চুড়ামনকাঠি উত্তরপাড়ায় নানাবাড়িতে রয়েছেন। নারায়নগঞ্জ থেকে আসা ওই ট্রাক ড্রাইভারকে নানাবাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার মাতা, নানা, নানি, খালা ও বোনসহ ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত ২১ এপ্রিল ২০টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে (ল্যাব) পাঠানো হয়। এর ভেতর ওই ৪ জন কোভিড-১৯ আক্রান্ত বলে প্রমাণিত হয়। বাকি ১৬ জন করোনামুক্ত। এ নিয়ে যশোরে মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জন।