যশোরে রাসেল হত্যা মামলার আসামি পিচ্চি বাবু গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার অন্যতম আসামি মাহাবুব হোসেন ওরফে পিচ্চি বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনস্পেক্টর (অপারেশনস) আহসান উল্যাহ চৌধুরী জানান, বালিয়া ভেকুটিয়া গ্রামে গত ১৫ এপ্রিল রাতে রাসেল খুন হওয়ার পর অন্যতম আসামি পিচ্চি বাবু এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গোপন সূত্রে খবর পান তিনি চৌগাছার মাড়–য়া গ্রামে আত্মগোপন করে রয়েছেন। এ খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মাড়–য়া গ্রামের জনৈক রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তারা পিচ্চি বাবুকে গ্রেফতার করেন। তিনি বালিয়া ভেকুটিয়া মাধঘোপা পাড়ার ফজলুর রহমানের ছেলে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, স্থানীয় আধিপত্য বিস্তারসহ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে রাসেল খুন হয়েছেন বলে পিচ্চি বাবুকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ায় নিজ বাড়ির কাছে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে খুন হন সাব্বির আহমেদ রাসেল। পুলিশ এই হত্যা মামলার ২৪ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে ১৮ জন আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।