মাগুরার প্রথম করোনা রোগী আশুলিয়ার গার্মেন্টকর্মী

0

মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী একজন গার্মেন্টকর্মী। মাত্র ছয়দিন আগে তিনি কর্মস্থল ঢাকার আশুলিয়া থেকে বাড়িতে ফিরেছিলেন। সেখান থেকেই তিনি জীবাণু বহন করে আনেন বলে সবাই ধারণা করছেন। গতকাল বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে যে ১৩ জনকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়, তার মধ্যে একজন মাগুরার এই ব্যক্তি।৩০ বছর বয়সী এই পোশাকশ্রমিকের করোনায় আক্রান্ত হওয়ার কোনো লণ দেখা যায়নি। তা সত্ত্বেও আশুলিয়া থেকে ফেরার কারণে তার শরীরের নমুনা সংগ্রহ করে তা মাগুরার সিভিল সার্জনের দপ্তরের মাধ্যমে যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়েছিল।মাগুরার সিভিল সার্জন প্রদীপকুমার সাহা জানান, করোনা পজেটিভ ব্যক্তির বাড়ি সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে। বুধবার সকালেই তার পরীা প্রতিবেদন পাওয়া গেছে। মাগুরায় এ পর্যন্ত সন্দেহভাজন ৯১ জনের নমুনা পরীার ফল পাওয়া গেছে জানিয়ে সিভিল সার্জন বলছেন, এর মধ্যে মাত্র একজন করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন। আলোচ্য করোনা রোগীর গ্রাম মৃগিডাঙ্গা লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান।