যশোরে দুই জনপ্রতিনিধি ত্রাণের চালসহ আটকের পর মুক্ত হওয়ার চাউর খবরের অনুসন্ধান চলছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুই জনপ্রতিনিধিকে ত্রাণের চালসহ আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার একটি খবর গত কয়েকদিন ধরে পৌর এলাকায় ব্যাপক চাউর হয়েছে। খবরটি আদৌ সঠিক কিনা তা অনুসন্ধানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে খোঁজ নেওয়ার সত্যতা স্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, গত ৮ এপ্রিল একটি আইন শৃঙ্খলা রাকারী সংস্থার কয়েকজন কর্মকর্তা ত্রাণের ২০ বস্তা চালসহ পৌর এলাকার জনৈক জনপ্রতিনিধিকে আটক করেন। তবে অনেক দেন দরবারের পর দেড় লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুদিন পর বিষয়টি ফাঁস হয়ে যায়। ফলে জনপ্রতিনিধি ঘটনাটি নানাভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন। অপরদিকে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১৯ এপ্রিল রাতে আরেক জনপ্রতিনিধি ৪৬ বস্তা ত্রাণের চালসহ একই সংস্থার কর্মকর্তাদের হাতে আটক হয়েছিলেন বলে খবর ছড়ায়। বলা হয়, পরে অনেক দেনদরবারের পর ওই রাতেই আড়াই লাখ টাকায় দফারফা হয়ে যায়। তবে রাতে ২ লাখ টাকা দেওয়া হয়। পরদিন ২০ এপ্রিল সকালে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয় আটককারী সংস্থার কর্মকর্তাদের। এদিকে যশোর শহরে উল্লিখিত দুই খবর ব্যাপক আলোচিত হচ্ছে। এমন কি একটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানতে পেরেছেন খবরটি। এটি গুজব কিনা বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত ২০ এপ্রিল সকালে তারা এমন অভিযোগ পেয়েছেন। বিষয়টি তারা ইতোমধ্যে খোঁজ নিতে শুরু করেছেন। অবশ্য গতকাল পর্যন্ত কোন কিনারা করতে পারেননি।