২০ লাখ ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর মাত্র সাড়ে তিন মাসের মধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৪ হাজার ৬৭৬ এ পৌঁছেছে। চলতি শতকের সবচেয়ে ভয়াবহ এই মহামারিতে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৩১ হাজার ১০১ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের পর ৮৩ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করে। আর মাত্র ১৪ দিনের মাথায় আরো ১০ লাখ অতিক্রম করে আক্রান্তের সংখ্যা। চীনে প্রাদুর্ভাব হলেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতোমধ্যে এই দেশটিকে অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও ফ্রান্স। আক্রান্তের সংখ্যায় চীনকে অতিক্রম না করলেও মৃতের সংখ্যার দিকে থেকে ইরান সেটি পেরিয়ে গেছে আরও আগে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এখন দ্রুত গতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ইন্দোনেশিয়ায়। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল প্রথম দিকে করোনার সংক্রমণকে গুরুত্ব না দিলেও দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।