যশোর শহরের আর এন রোডের লিটন গংয়ের হামলায় আহত নারীর গর্ভপাত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আরএন রোডে লিটন-কালু গংয়ের হামলায় আহত অন্তঃসত্ত্বা নারী তানিয়া পারভীনের গর্ভপাত ঘটেছে। এ ঘটনায় তার স্বামী টুটুল হোসেন ৬ জনকে আসামি করে মঙ্গলবার কোতয়ালি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
আসামিরা হচ্ছেন, আরএন রোডে সোনালী ব্যাংকের পেছনের মৃত শাহাজান মিয়ার ছেলে তরিকুল ইসলাম লিটন, শফিকুল ইসলাম কালু, সরোয়ার হোসেনের ছেলে মশিয়ার রহমান, তার স্ত্রী বিলকিস পারভীন, মেয়ে মিথিলা রহমান ও তরিকুল ইসলামের স্ত্রী তানজিরা বেগম। বাদী টুটুল হোসেনের অভিযোগ, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় তার প্রতিবেশী ভাড়াটিয়ার বাসায় কে বা কারা ঢিল মারে। এ ঘটনার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা হয় এবং তাদের বাসায় হামলা চালান আসামিরা। এ সময় তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া পারভীনকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার গর্ভপাত ঘটে। এদিকে যোগাযোগ করা হলে কোতয়ালি থানার ডিউটি অফিসার এসআই শারমিন খাতুন জানান, টুটুল হোসেন নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন। বিষয়টি সদর ফাঁড়ি পুলিশের এসআই শরিফুল ইসলাম তদন্ত করছেন। উল্লেখ্য, লিটন-কালু গংয়ের অত্যাচারে আরএন রোডের সোনালী ব্যাংকের পেছনের বস্তির বাসিন্দা অতিষ্ঠ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা গত ১৫ এপ্রিল বস্তিতে হামলা চালায়। এ সময় তানিয়া পারভীনসহ কয়েকজন নারী আহত হন।