ঝিকরগাছার পল্লীতে হামলায় আহত তিন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় তিনজন জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলার বিষ্ণুপুর গ্রামে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
একাধিক সূত্র জানায়, ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে পল্লী চিকিৎসক কওছার আলীর সাথে তার দুই সহোদর নায়েব আলী ও জাহান আলীর দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে কওছার আলী ও তার পুত্র আলমগীর কবীর মাঠে ধান আনতে গেলে নায়েব আলী ও তার দুই পুত্র মামুন ও মাসুদ এবং জাহান আলীর ছেলে শাহানুর রহমান ও আলতাফ হোসেনের স্ত্রী জাহানারা বেগম লাঠি, লোহার রড় নিয়ে তাদের ওপর হামলা করে। এতে কওছার আলী, তার ছেলে আলমগীর কবীর ও শ্যালক আরিফ হোসেন গুরুতর জখম হন। এ ঘটনায় উভয় পক্ষ ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্তের জন্য বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জানান, দুটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।