কালীগঞ্জে মানবেতর জীবন কাটাচ্ছেন মোটরশ্রমিকরা

0

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগের কারণে মানবেতর জীবনযাপন করছেন ঝিনাইদহের কালীগঞ্জের মোটরশ্রমিকরা। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কালীগঞ্জের প্রায় ৫ হাজার মোটরশ্রমিক। কেউ তাদের খোঁজ রাখছেন না। সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পণ্য ও যাত্রীবাহী সকল পরিবহন বন্ধ রাখায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে মানবতের জীবন কাটলেও নূন্যতম সহযোগিতা পাননি এখানকার শ্রমিকরা। একমাস অতিবাহিত হলেও সরকারিভাবে মালিক সমিতির সংগঠনের প থেকে দেয়া হচ্ছে না সহায়তা। শ্রমিক সংগঠন তথ্য অনুযায়ী শুধুমাত্র কালীগঞ্জ উপজেলায় প্রায় ৫ হাজার ব্যক্তি মোটর যানবাহন বাস, ট্রাক, মাইক্রোবাস পেশার সাথে জড়িত। মাঝে মধ্যে শ্রমিক ইউনিয়ন অফিস উদ্যোগে সামান্য কিছু ত্রাণ দেওয়া হলেও অনেকের ভাগ্যে জোটেনি ত্রাণ। কষ্টে দিনরাত পার করছেন বাসশ্রমিকরা। ট্রাকচালক মন্টু মিয়া বলেন, ‘আমি দিন আনি দিন খাই। সড়কে ট্রাক চালাতে না পেরে পরিবারপরিজন নিয়ে মানবেতন জীবনযাপন করছি। কোন কাজ না পেয়ে কষ্টে দিন পার করছি।’ শাপলা পরিবহন বাসের হেলপার তপন বলেন, ‘মালিকদের পক্ষ থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি।’ কালীগঞ্জ মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সদরউদ্দীন মিয়া বলেন, ‘একাধারে পরিবহন বন্ধ থাকার কারণে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হতে চলেছে। ব্যাংক লোন নেয়া গাড়ির মালিকরা কিস্তি নিয়ে বিপাকে পড়েছেন। শ্রমিকদের সাহায্য করার ব্যাপারে আলাপ আলোচনা চলছে।’ এ বিষয়ে কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে আমরা কোন সাহায্য সহযোগিতা পাইনি। মাঝে মধ্যে সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য সহযোগিতা করা হচ্ছে শ্রমিকদের।’