২০ বছর পর অভিষেক চলচ্চিত্র দেখলেন রচনা

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দান প্রতিদান’। এতে তার সহশিল্পী ছিলেন প্রয়াত তাপস পাল। এরপর অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন রচনা। কিন্তু অভিষেক চলচ্চিত্র প্রত্যেক শিল্পীর কাছে-ই বিশেষ। দীর্ঘ ২০ বছর পর নিজের প্রথম চলচ্চিত্র আবারো দেখলেন রচনা। এত দিন পর এ সিনেমা দেখার অভিজ্ঞতা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন এই নায়িকা।
রচনা ব্যানার্জি বলেন—আমার এক বন্ধু মেসেজ করে জানায়, তোমার প্রথম সিনেমাটি টিভিতে প্রচার হচ্ছে। তারপর টিভি সেটের সামনে বসি। সিনেমাটি দেখে খুব জোরে জোরে হাসতে থাকি। আমার ছেলেও খুব হাসছিল। অনেক স্মৃতি মনে পড়ে গেল। এতে আমার সহশিল্পী ছিলেন তাপসদা (তাপস পাল)। তাপসদাকে খুব মনে পড়ে। লকডাউনের কারণে বাড়িতে সময় কাটছে রচনার। বাড়ির সব কাজ নিজে করছেন। রচনা ব্যানার্জি বলেন—ভোর ৫টায় আমার দিন শুরু হয়। ঘুম থেকে উঠে যোগব্যায়াম করি। তারপর চা পান করেই সকালের নাস্তা তৈরি করি। এরপর ঘর-দুয়ার পরিষ্কার করে রান্না করতে যাই। দুপুরের খাবার খাওয়ার পর সিনেমা দেখার সময় পাই। সন্ধ্যা ৭টায় রাতের খাবার খাই। আর রাত ৯টায় ঘুমাতে যাই। এই হলো নিত্যদিনের রুটিন।