করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে নতুন করে আরও ৪৩৪ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা শনাক্ত হলো মোট ৩ হাজার ৩৮২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা। তিনি আরও জানান, করোনায় নতুন করে মৃত ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন। বয়সভিত্তিক হিসেবে ৬০ বছরের ঊর্ধ্বে ৩ জন, ৫০-৬০ বছর বয়সী ৩ জন এবং ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ ৮৭ জন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সারাদেশে করোনা সংক্রমণের হার বেশি রাজধানীতে। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ড. নাসিমা সুলতানা। নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮টি, যা গতকালের চেয়ে ৩ দশমিক ৭ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৭৪টি, যা আগেরদিনের চেয়ে ৭ শতাংশ বেশি। এদিকে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮৯ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ৭৬৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন মোট ৫৭৯ জন। এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজার ৮০৬ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন ৭৭ হাজার ৯৩১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৮৭৪ জন। কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ৭৭ হাজার ৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ১৯২ জন। যারা কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন, তবে ঘরের ভেতরেই থাকতে হবে।