চিকিৎসক-নার্সদের জন্য হোটেল ও যানবাহন অধিগ্রহণের নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের আলাদা আবাসনের জন্য জেলা প্রশাসকদেরকে হোটেল বা ভবন অধিগ্রহণ করতে বলা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক যানবাহন রিকুইজিশনে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ রোববার (১৯ এপ্রিল) সব জেলা প্রশাসককে ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসনের ব্যবস্থাসহ চিকিৎসা বিষয়ক সার্বিক প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত’ জরুরি একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল বা কেন্দ্র , চিকিৎসক নার্স এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবহনের জন্য যানবাহন ও রোগীদের জন্য অ্যাম্বুলেন্স চিকিৎসক-নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সংখ্যক পিপিই ওষুধ ও ভেন্টিলেটর এবং মরদেহ পরিবহনের জন্য ব্যাগ প্রভৃতি প্রস্তুত রাখা জরুরি। রিকুইজিশন সংক্রান্ত তথ্য স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ন সচিব তপন কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।