যৌতুক : কোপ-পিটুনিতে গৃহবধূ গুরুতর জখম

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় জান্নাতুল নাঈম রিতু (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে গুরতর জখম করেছে স্বামী, দেবর ও শাশুড়ি। পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক সন্তানের ওই জননীর ওপর এই হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে সুলতান শেখপাড়ায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই গৃহবধূ সাতীরা সদর হাসপাতলে চিকিসাধীন আছেন।
সাতীরা সদর থানায় আহত গৃহবধূর দাখিল করা এজাহারে বলা হয়েছে, প্রায় চার বছর আগে শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আবু বকর সিদ্দিকের সঙ্গে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ে জান্নাতুল নাঈমের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটি মেয়েসন্তান আছে। বিয়ের পর তার স্বামী বিভিন্ন অজুহাত দিয়ে শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসেবে প্রায় ১২ লাখ টাকা আদায় করেন। সম্প্রতি তিনি আরো পাঁচ লাখ টাকা দাবি করেন। ‘বাবা আর টাকা দিতে অস্বীকার করায় আমার স্বামী আবু বকর সিদ্দিক, দেবর রুহুল কুদ্দুস ও শাশুড়ি আছিয়া খাতুন মিলে আমাকে বেধম মারপিট করে আহত করে। একপর্যায়ে স্বামী ধারালো ছুরি দিয়ে আমাকে জবাই করতে আসে। আমি প্রাণে বাঁচতে ধস্তাধস্তির এক পর্যায়ে সে আমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় দেবর ও শ্বাশুড়ি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আমাকে মারাত্মক জখম করে। আমার বাম হাতে ১৫টা সেলাই দিতে হয়েছে। অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশিরা আমাকে উদ্ধার করে সাতীরা সদর হাসপাতালে ভর্তি করে।’ সাতীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আহত গৃহবধূ থানায় স্বামী, দেবর ও শাশুড়ির বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।