যশোর শহরের বিভিন্ন স্থানে এমপি নাবিলের পে খাদ্যসামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার॥ নিম্নবিত্তের মানুষদের জন্য যশোর সদর (যশোর-৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবারও (১৯ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে তার পে করোনা সংকটে থাকা মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব মেনে যশোর শহরে কাজী নাবিল আহমেদের পে দেওয়া হচ্ছে ত্রাণ সকালে যশোর জিলা পরিষদের সামনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। এরপর শহরের চাঁচড়া ডাল মিলের সামনে, বেজপাড়া এবং শেখ হাসিনা সফটওয়্যার পার্কের সামনে করোনা সংকটে থাকা মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়েছেন দুস্থরা যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, কাউন্সিলর মকসিমুল বারি অপু, কাউন্সিলর সন্তোষ দত্ত, আওয়ামী লীগনেতা কামাল হোসেন, লুৎফুল কবির বিজু, আবু মুসা মধু প্রমুখ। সামজিক দূরত্ব মেনে যশোরে দেওয়া হচ্ছে কাজী নাবিল আহমেদের পে দুস্থদের খাদ্য সহায়তা প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পে যশোর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হয়। দ্বিতীয় দফায় আবারও এই সহায়তা কর্মসূচি শুরু হয়েছে।