যশোরে সংক্রমণ আইনে আরএফএল শো-রুমের ৫০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের কাপুড়িয়াপট্টির আরএফএলের শো-রুম ‘বেস্ট বাই’ সরকারি নির্দেশ অমান্য করে খোলা থাকায় সোমবার ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংক্রমণ আইনে এই জরিমানা করা হয়। পেশকার নাজমুল হুসাইন জানান, কাপুড়িয়াপট্টির ‘বেস্ট বাই’ নামে ওই শো-রুমটি সরকারি নির্দেশনা জারির পরও প্রায় এক মাস ধরে খোলা রাখা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা বাজার পরিদর্শন করতে গেলে তাদের সাথে লুকোচুার খেলতো কর্তৃপক্ষ। অর্র্থাৎ প্রশাসনের গাড়ি দেখতে পেলে তাৎক্ষণিক শো-রুম বন্ধ করে দেয়া হতো। পরে গাড়ি চলে গেলে ফের শো-রুম খুলে রাখা হতো। এ বিষয়টি নজরে আসার পর সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় শো-রুমটি খোলা পাওয়া যায়। এ অপরাধে রোগতত্ত্ব সংক্রমণ আইনের ২৫(১) ধারায় শো-রুম ম্যানেজার সাব্বির আহমেদের বিরুদ্ধে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিনানকালে উপস্থিত ছিলেন কোতয়ালি থানা পুলিশের এসআই নুর ইসলাম।