বেনাপোল সীমান্ত হতে ৮২ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা হতে ৮২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বিশেষ টহল দল। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল সকালে বেনাপোল কোম্পানী সদরে কর্মরত হাবিলদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযানে বেনাপোল এলাকার খড়িডাঙ্গা গ্রামস্থ পাকা রাস্তার উপর হতে মোঃ নজরুল ইসলাম সুমন (৪৪) কে ৮২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। আটককৃত সুমন পটুয়াখালী জেলার বাউফল থানার বটকাজল গ্রামের মকবুল আহমেদ তালুকদারের ছেলে। তাকে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে বরিশাল মডেল সরকারী স্কুল এন্ড কলেজ এর স্কুল শাখার কম্পিউটার ও চারুকলা বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত আছে এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত আছে। আটককৃত মাদকদ্রব্যসহ সুমনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর -২২ তারিখ ২০ এপ্রিল ২০২০।