যশোর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার শাহাদাত হোসেন মনির ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার শাহাদত হোসেন মনি ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার রাত ৮টার দিকে বারান্দী মোল্লাপাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহাদত হোসেন মনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৯টায় পুলিশের উপস্থিতিতে সরকারি নিয়ম মেনে বাড়ির পাশে নামাজে জানাজা ও পরে মোল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহাদত হোসেন মনির মৃত্যুর খবর শুনে প্রচুর লোক সমাগম হলেও তারা সামাজিক দূরত্ব ও সরকারি নিয়ম রক্ষা করে জানাজা ও দাফনে অংশ নেন। ১২ বছর আগে তিনি যশোর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বিভিন্ন সময়ে তিনি আওয়ামী শ্রমিক লীগ ও পরিবহন সংস্থা শ্রমিক সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শ্রমিক নেতা মামুনুর রশিদ বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।