সামাজিক দূরত্ব নিশ্চিতে নতুন স্থানে বসবে যশোরের রেলবাজার

0

স্টাফ রিপোর্টার ॥ নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার দুপুরে রেলবাজারের নতুন স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। ব্যবসায়ীরা জানান, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ, রাসনা শারমিন মিথি ও মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম রেলবাজারে আসে। এসময় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে রেলস্টেশনের সামনের রাস্তার দু পাশে সোমবার (আজ) থেকে সবজি ও মাছ ব্যবসায়ীদের বসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাস্তার দু ধারে ব্যবসায়ীদের বসার জন্য স্থান নির্ধারণ করে দেয়া হয়। ব্যবসায়ীরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ব্যবসা করবেন।