যশোরের পল্লীতে হত্যার ঘটনায় মামলা,৪ জনের রিমান্ড আবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিতাই পাল (৫৫) খুনের ঘটনায় গত শনিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৮ জনকে আসামি করে মামলাটি করেছেন নিহতের স্ত্রী জয়ন্তী রানী। এদিকে আটক হত্যা মামলার ৪ আসামিকে আদালতে সোপর্দ এবং রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, গত শুক্রবার বিকেলে নিতাই পাল প্রতিপক্ষের হামলায় আহতের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী জয়ন্তী রানী ৮ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করলে সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে কচুয়া রায়মানিক গ্রামের রতন পালের ছেলে সুখদেব পালকে। শনিবার দুপুরেই তারা ৪ আসামিকে আটক করেছেন। কিন্তু প্রধান আসামি সুখদেব পালসহ অন্যদের এখনো আটক করা যায়নি। তবে তাদের আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, আটক গনেশ পাল, রতন পাল, সঞ্জয় পাল ও প্রদীপ পালকে রোববার আদালতে সোপর্দ করেছেন। এ সময় আদালতে তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নিতাই পালের ছোটভাই গৌরাঙ্গ পালের জমিতে লাগানো দুটি কাগজী লেবুগাছ কেটে ফেলেন রতন পালের ছেলে সুখদেব পাল। এ ঘটনায় সৃষ্ট বিরোধের জের ধরে সুখদেব পালসহ অন্য আসামিদের বেধড়ক মারপিটে গুরুতর আহত হন নিতাই পাল। পরে তিনি হাসপাতালে মারা যান।