করোনা॥ চৌগাছা পৌর এলাকায় চলছে জনসচেতনামূলক প্রচারণা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ করোনাভাইরাসের আক্রমন থেকে মানুষকে বাঁচাতে প্রশাসনের পাশাপাশি চৌগাছা পৌর কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। তিনি নিজ নিজ ওয়ার্ডে থেকে ওই সব জনপ্রতিনিধিকে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও সারাদিন ছুটছেন এক এলাকা থেকে অন্য এলাকাতে। প্রায় এক মাস ধরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পৌর পরিষদ জনসচেতনতায় নানা কাজ অব্যাহত রেখেছেন। প্রতিটি ওয়ার্ডে দুস্থদের তালিকা তৈরি করে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী, বিতরণ করা হয়েছে মাস্ক, হ্যান্ড ওয়াস। একদিন পর একদিন পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে পৌরসভার ট্রাকযোগে ছিটানো হচ্ছে জীবানুনাশক ওষুধ। মানুষকে আরও বেশি সচেতন করার লক্ষ্যে রোববার থেকে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পৌর কর্তৃপক্ষ। পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অন্তত ১০টি স্থানে মাইকের সংযোগ দেয়া হয়েছে। মেইন বাসস্ট্যান্ডে তৈরি করা হয়েছে এর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে গোটা পৌর শহরে পৌঁছে যাচ্ছে সচেতনতামূলক প্রচার। পৌর কর্মচারীরা তাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যাচ্ছেন এবং সেখানেই কোন অসংগতি দেখলে সেটি মুহূর্তে কন্ট্রোল রুমকে অবহিত করছেন। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে তা প্রচার করা হচ্ছে। এতে মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন বলে জানা গেছে। পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল বলেন, করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ। একজনের কাছ থেকে অন্যজনের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ছে। সে কারণে মানুষকে এই রোগ থেকে বাঁচতে হলে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। তাই স্থানীয় প্রশাসন সেনাবাহিনীর পাশাপাশি আমরা পৌর কর্তৃপক্ষ যতটুকু পারছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি।