দিঘলিয়ায় হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৫ ; ফাঁকা গুলি, গ্রেফতার ১৩

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী জাকির হোসেনসহ ছাত্র ও যুবলীগের ৫জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত গাজী জাকির হোসেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দু বার বারাকপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত। এদিকে, পুলিশ শটগানের তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ উভয় গ্রুপের ১৩জনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বেলা সাড়ে ১০টার দিকে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনসহ ৫জন তিনটি মোটরসাইকেলে দিঘলিয়া উপজেলা পরিষদের সভায় যোগদানের উদ্দেশ্যে বের হন। তারা বারাকপুর বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনসার শেখ এর নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় চেয়ারম্যান জাকির হোসেনসহ তার সঙ্গে থাকা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাজা শেখ, যুবলীগ নেতা ইসরাইল চৌধুরী এবং খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইদুল চৌধুরী ও মাসুম মোল্লা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগানের তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে চারজনকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, নিরাপত্তাহীনতার কারণে চেয়ারম্যান গাজী জাকির হোসেনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন বলেন, তিনি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি। তিনি উপজেলা পরিষদের সভায় যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনসার শেখ ও ফরহাদ গাজীর নেতৃত্বে তার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনিসহ ছাত্রলীগ-যুবলীগের পাঁচজন নেতা গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে, খুলনার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) রাজু আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও তার লোকজনের সঙ্গে বারাকপুর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনসার শেখ ও ফরহাদ গাজীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চেয়ারম্যানসহ ৫জন আহত ও তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের তিন রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় গ্রুপের ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে বারাকপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) মঞ্জুর মোরশেদ বলেন, এ ঘটনায় রবিবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে, উভয় গ্রুপের ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থলে রয়েছে।