কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন ১৭ ডাক্তার

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে কোনরকম সুরা ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। একই সাথে দিচ্ছেন করোনাভাইরাসের সচেতনতামূলক পরামর্শ। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এখানে মোট ১৭ জন ডাক্তার রয়েছেন। তারা সরকারের দিক নির্দেশনা অনুযায়ী কলারোয়ায় এই সংকটময় মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তিনি বলেন, এখন গ্রাম অঞ্চলের মানুষ সর্দি, কাশি, জ্বর হলেও করোনা রোগের আক্রান্তের ভয়ে ভুগছে। এই রোগীদেরকে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন। করোনার উপসর্গ থাকলে তাৎণিক তার নমুনা সংগ্রহ করে খুলনা ও ঢাকায় পাঠানো হচ্ছে। একই সাথে হোম কোয়ারিন্টিনে থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। কলারোয়ায় বিদেশ ফেরত ৮৫৯ জনের মধ্যে কেউ কোন রোগ নিয়ে হাসপাতালে এলে তাকে প্রথমে তার দেহের নমুনা নেয়া হচ্ছে। আর এই কাজগুলো করার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি টিম রয়েছে। যাদের মধ্যে ডা. মাহফুজ ইমরান, ল্যাব টেকনিশিয়ান আল মামুন, টেকনিশিয়ান রাজমুল হোসেন অন্যতম। এই টিম ৪ এপ্রিল থেকে নমুনা সংগ্রহের কাজ করছেন। তিনি আরো বলেন, কলারোয়ার প্রত্যন্ত অঞ্চলে ২৩১টি কমিউনিটি কিনিকে গ্রামীণ জনশক্তির মাঝে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ২৩৪ জন সিএইচসিপি। প্রতিটি কমিউনিটি কিনিকে প্রতিদিন গড়ে ৪০-৫০ রোগীকে সেবা দেওয়া হয়। একই সাথে বিভিন্ন ধরণের প্রায় ৩০ প্রকার ওষুধ দেওয়া হচ্ছে। করোনার এই দুর্যোগ মুহূর্তে সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কমিউনিটি কিনিকে সিএইচসিপিরা জীবনবাজি রেখে সেবা দিয়ে যাচ্ছেন।