যশোরে বিএনপি নেতা আবিদুর রহমান কুয়াশার মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম আবিদুর রহমান কুয়াশার ৭ম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল রোববার। অন্যান্য বছরে প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকীতে যশোর নগর বিএনপি, জেলা যুবদল ও ছাত্রদল নানা কর্মসূচি গ্রহণ করলেও করোনা সংক্রমণের কারণে এ বছর কোনো আয়োজন ছিলো না। তবে মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত করেছেন দলটির নেতাকর্মীরা। সকালে শহরের কারবালা সরকারি কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করতে যান যশোর জেলা যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এসময় নেতৃবৃন্দ মরহুম আবিদুর রহমান কুয়াশার কবর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবরও জিয়ারত করেন। এসময় সেখানে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীর নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন। এসময় নেতৃবৃন্দ মরহুম তরিকুল ইসলাম, আবিদুর রহমান কুয়াশাসহ কারবালা কবরস্থানে শায়িত অন্যান্য নেতৃবন্দের জন্য দোয়া করেন।