সোনাবাড়িয়ায় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পাঠিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান

0

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা॥ কলারোয়ার সোনাবাড়িয়ায় নি¤œবিত্ত মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পাঠিয়ে দলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস,এম মনিরুল ইসলাম। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ভ্যানে করে স্ব-স্ব ওয়ার্ডের সদস্যদের মাধ্যমে খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৯৬টি পারিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু। এখন পর্যন্ত ৮শ ৯৬ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান এস,এম মনিরুল ইসলাম জানান, জনসমাগম না করে আমরা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যের মাধ্যমে গ্রাম পুলিশরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। সরকারের ঘোষনা অনুযায়ী সামাজিক দুরত্ব নিশ্চিত কল্পে আমরা এমন ব্যবস্থা গ্রহন করেছি।