আইসিসির সিদ্ধান্তে হতাশ পাকিস্তান

0

লোকসমাজ ডেস্ক॥ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে থাকা তিনটি সিরিজ সম্প্রতি বাতিল হয়ে যায়। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সিরিজটি বাতিল হওয়ার কারণ ছিল করোনাভাইরাস। ভারত-পাকিস্তানের মধ্যকার অপর সিরিজ বাতিল হয় সম্পূর্ণ রাজনৈতিক কারণে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই তিনটি সিরিজ বাতিলের জন্য প্রত্যেক দলকে ৩ পয়েন্ট করে দিয়েছে। এরফলে প্রতিবেশী দেশ ভারত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও হারিয়েছে পাকিস্তান। তবে আইসিসি’র এমন সিদ্ধান্ত মানতে পারছেনা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি সভাপতি এহসান মানি জানিয়েছেন, ইতিমধ্যে বোর্ডের পরিষদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন তারা। কর্তাব্যক্তিদের সিদ্ধান্ত অনুসারে বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তারা। আর তাই এখুনি এ নিয়ে কোনো মন্তব্য রাজি হননি পিসিবি বস। এ নিয়ে এহসান মানি বলেন, ‘অবশ্যই আমরা আইসিসির সিদ্ধান্তে হতাশ। তবে আমাদের টিম (প্রধান নির্বাহী, লিগ্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য কর্তাদের নিয়ে গড়া) বিষয়টি পর্যালোচনা করছে। এটা শেষ হলেই আমরা আনুষ্ঠানিক মন্তব্য করবো।’ এর আগে ২০১৬ সালেও ভারত-পাকিস্তানের মধ্যকার একটি সিরিজ রাজনৈতিক কারণে বাতিল হয়েছিল। তখন পাকিস্তানকে পূর্ণ ৬ পয়েন্টই দিয়েছিল আইসিসি। এবারের সিরিজ বাতিলের জন্য যদি পূর্ণ ৬ পয়েন্ট পেত পাকিস্তান, তাহলে তারা সরাসরি বিশ্বকাপে খেলতে পারতো। সেক্ষেত্রে বাছাইপর্ব খেলতে হতো ভারতকে। এখন সমান ৩ পয়েন্ট করে দেওয়াতে ভারত ১ পয়েন্ট এগিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপ। সামনের বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে মোট ৮ দল অংশ নিবে। এর মধ্যে ৫ দল নিশ্চিত হয়েছে। পাকিস্তান সহ ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাকী ৩ দল হিসেবে জায়গা করে নিতে খেলবে বাছাইপর্ব। যাদের সঙ্গে যোগ দিবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস।