চৌগাছায় ভাটার ট্রাক চাপায় মহিলা নিহত এলাকায় শোকের মাতম

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের চাপায় রহিমা বেগম (৫২) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার বাড়িয়ালী-উজিরপুর সড়কের মাধবপুকুর নামক স্থানে। তিনি উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের কৃষক আব্দুল আজিজের স্ত্রী। রহিমা দুই সন্তানের জননী । শুক্রবার সকালে রহিমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, বৃহ¯পতিবার সন্ধ্যার দিকে স্বামীর বাইসাকেল চেপে বাড়িয়ালী গ্রামে বাড়ী ফিরছিলেন। এ সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুরে অবস্থিত সরদার ব্রিকসের একটি ট্রাক (খুলনা-ট-১৬৩২) বাড়িয়ালী গ্রাম থেকে একটি স্কেভেটর নিয়ে উজিরপুর আমজামতলা মোড়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধবপুকুর নামক স্থানে পৌঁছে ট্রাকটি সাইকেলে ধাক্কা মারে। এ সময় রহিমা বেগম ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়। চালক কৌশলে ট্রাক রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওই নারীর লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নেয়। সংবাদ পেয়ে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবাইদুল ইসলাম সবুজ ও দশপাকিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে এ মহিলার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।