বার্সেলোনায় আবার ‘এমএসএন’কে চান মাসচেরানো

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের থাবায় ইউরোপিয়ান ফুটবল থেমে গেলেও দলবদলের আলোচনা কিন্তু চলছে। আর সেখানে আবারও মুখ্য ভূমিকায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সেলোনায় ফেরার আলোচনা গত গ্রীষ্মের দলবদল থেকেই। ‘অসমাপ্ত’ সেই মিশন এবারের দলবদলে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির সিনিয়র সব খেলোয়াড়ই চান নেইমার বার্সেলোনায় ফিরে আসুক। দিনকয়েক আগে লুইস সুয়ারেজ যেমন বলেছিলেন, নেইমারকে তিনি স্বাগত জানাবেন ন্যু ক্যাম্পে। মেসিও স্পষ্ট জানিয়েছেন, তিনি খুশি হবেন ব্রাজিলিয়ান তারকা ফিরে এলে। হয়তো আবারও ‘এমএসএন’ গড়ে তোলার স্বপ্ন দেখছেন মেসি।
আর্জেন্টাইন তারকা কী ভাবছেন, সেটা অনুমান করা হলেও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো কিন্তু আবারও এমএসএনকে দেখার স্বপ্নে বিভোর। ন্যু ক্যাম্পে সাফল্যময় সময় কাটিয়ে ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা এখন খেলছেন আর্জেন্টাইন লিগে। বার্সেলোনায় নেইমারকেও সতীর্থ হিসেবে পেয়েছেন মাসচেরানো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০১৩ সালে কাতালান ক্লাবটিতে যোগ দিয়ে চার বছরের ক্যারিয়ারের জিতেছেন আট শিরোপা। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার আগে বার্সেলোনার সঙ্গে একবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। ২০১৪-১৫ মৌসুমে বার্লিনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারানোর ম্যাচে খেলেছিলেন ‘এমএসএন’। ওই ম্যাচে ছিলেন মাসচেরানোও। বার্লিনের সাফল্যময় ম্যাচটির স্মৃতি রোমন্থন করে সাবেক বার্সা ডিফেন্ডার বললেন, ‘একদিন বার্লিনের ওই ম্যাচটি আমি আবার দেখলাম। কী দু্র্দান্ত আক্রমণভাগই না তৈরি হয়েছিল- নেইমার, সুযারেস ও মেসি।’ কাতালান রেডিও আরএসিওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মাসচেরানো জানালেন, তিনি এই ত্রিফলার পূনর্মিলন দেখতে চান বার্সেলোনায়, ‘এরা প্রত্যেকে দলে এক একটা পজিশন ছিল। বল হারালে যেমন চাপ প্রয়োগ করতো, তেমনি ছিল দুর্দান্ত নিয়ন্ত্রণ। ওরা আমাদের (বার্সেলোনা) খেলায় মারাত্মক ধার যোগ করেছিল। আশা করছি নেইমার বার্সেলোনায় ফিরবে এবং তারা আবার একসঙ্গে খেলবে। এটা ক্লাব ও ভক্তদের জন্য দারুণ ব্যাপার হবে।’