কেশবপুরে বাংলা নববর্ষে ‘ঘরে বসে ছবি আঁকি, ঘরে বসে পুরস্কার জিতি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রির্পোটার,কেশবপুর (যশোর) ॥ বাংলা নববর্ষ উপলক্ষে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশন এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে। ‘করোনা থেকে মুক্ত থাকি’ এই স্লোগানে ‘ঘরে বসে ছবি আঁকি, ঘরে বসে পুরস্কার জিতি’ চিত্রাংকন প্রতিযোগিতা হয়। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়িতে থেকে ছবি একে মেসেঞ্জার অথবা ইমেইল পাঠিয়ে দেয়। ছবির বিষয়বস্তু ছিলো সামাজিক দূরত্ব বজায় রাখা,হাত ধোয়া,সর্দি কাশি দেয়ার নিয়ম কানুন। ছবি আঁকার সময় ভিডিও কলের মাধ্যমে ৭জন কর্মকর্তা মনিটরিং করেন। মোট ৪টি গ্রুপে ৬৪ জন শিক্ষাথী অংশ নিয়েছেন। বিচারকদের মোবাইল ফোনের মাধ্যমে শিশুদের আঁকা পাঠিয়ে দিলে তারা বাড়িতে বসে বিচারকাজ পরিচালনা করেন।
বিচারকের দায়িত্বে ছিলেন চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু, সহ সভাপতি লেখক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার ও সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে। বিজয়ী ১২জনের পুরস্কার তাদের বাড়িতে পৌছে যাবে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে জানান, এ বছর করোনা ভাইরাসের কারণে নববর্ষ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে । তাই শিশুদের মনে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমাদের এই ব্যতিক্রম ডিজিটাল আয়োজন । এতে করে আমাদের শিশুরা ভয় কে রুখে দিয়ে মনোবল ও ইচ্ছাশক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। সবাই মিলে ঘরে থাকাকে আনন্দঘন করতেই আমি ও আমার বন্ধু ডাক্তার হাসনাত আনোয়ার এই ডিজিটাল নববর্ষ পালনের উদ্যোগ নিই।