ফাঁকা রাস্তায়ও নিরাপত্তা মেলেনি : বেপরোয়া যান কেড়ে নিলো ভবেন মল্লিকের প্রাণ

0

স্টাফ রিপোর্টার ॥ ফাঁকা রাস্তায়ও জীবনের নিরাপত্তা পেলেন না ফার্নিচার মিস্ত্রি ভবেন মল্লিক। বাজারে যাওয়ার পথে বেপরোয়া পিকআপ তার প্রাণ কেড়ে নিয়েছে। গতকাল সকালে যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ চালকসহ পিকআপটি আটক করেছে। ভবেন মল্লিকের বাড়ি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে।
এলাকাবাসী জানিয়েছেন, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ সাতজনের সংসার ভবেন মল্লিকের। করোনা পরিস্থিতিতে গতকাল তিনি সাইকেলযোগে বাড়ি থেকে শহরে বাজার করতে আসছিলেন। সকাল সাড়ে ৯টায় শংকরপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে পৌঁছালে একটি পিকআপ (যশোর-ন-১১-০৪৯৩) মুড়লির দিক থেকে বেপরোয়াগতিতে চাঁচড়া অভিমুখে যাওয়ার পথে সাইকেল আরোহী ভবেন মল্লিককে চাপা দেয়। এতে ভবেন মল্লিক গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মৃতের ছেলে সাধন মল্লিক জানিয়ছেন, তার পিতা একজন ফার্নিচার মিস্ত্রি। বাজার করতে আসার পথে বেপরোয়া পিকআপ তার প্রাণ কেড়ে নিয়েছে।
সাধন মল্লিক জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক পিকআপ ও চালক রুহুল কুদ্দসকে (৩০) আটক করে কোতয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করে। রুহুল কুদ্দুস যশোরের ঝিকরগাছা উপজেলার আলীপুরের নিছার আলী সরদারের পুত্র। গতকাল পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠান। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।