ঝিকরগাছা থেকে পাচার হওয়ার ৩ মাস পর মাদ্রাসাছাত্র বাগেরহাটে উদ্ধার, দুজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর থেকে পাচার হওয়ার ৩ মাস পর মাদ্রাসাছাত্র মো. রাব্বিকে (১৩) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী শেখপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বুধবার আটক দুজনকে আদালতে সোপর্দ করেছে পিবিআই। উদ্ধার হওয়া মো. রাব্বি ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের মোলাম হোসেনের ছেলে। অপরদিকে আটককৃতরা হচ্ছেন, খুলনা নগরের পশ্চিম টুটপাড়ার মৃত জনাব আলীর ছেলে সাহেব আলী (৫৪) ও বটিয়াঘাটা উপজেলার লক্ষীখোলা গ্রামের মৃত হাশেম শেখের ছেলে রবিউল ইসলাম (২৮)।
পিবিআই যশোর ইউনিট ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, মো. রাব্বি কাশিপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত ১৩ জানুয়ারি দুপুরে সে খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পাওয়ায় এ ঘটনায় তার পিতা মোলাম হোসেন ৩ ফেব্রুয়ারি ঝিকরগাছা থানা একটি জিডি (নং-৮৫) করেন। কিন্তু পরে মোলাম হোসেন পারিবারিক বিরোধ থাকায় তার ছেলেকে একই গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রশিদ (১৯) হত্যা করেছে এমন অভিযোগ এনে ১৯ ফেব্রুয়ারি আদালতে একটি মামলা কেেরন। এ মামলা তদন্ত করছে পিবিআই’র এসআই আরিফুর রহমান। গত ১৩ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা বাগেরহাটের সুগন্ধী শেখপাড়ায় অভিযান চালিয়ে রাব্বিকে উদ্ধার করেন। এ সময় তারা জানতে পারেন রাব্বি পাচারের শিকার। তাকে সেখানে আটকে রেখে জোরপূর্বক ডিপ টিউবওয়েল স্থাপনের মত কঠিন কাজ করতে বাধ্য করা হতো। এরপর রাব্বির দেয়া তথ্য মতে পাচারের সাথে জড়িত সাহেব আলীকে খুলনা থেকে এবং রবিউল ইসলামকে বাগেরহাট থেকে আটক করা হয়। তিনি আরো জানান, রাব্বি পাচারের শিকার হওয়ায় তাকে উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত হওয়ায় তার পিতা মোলাম হোসেন গত ১৪ এপ্রিল ঝিকরগাছা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।