নড়াইলে ভিজিডির চাল কালোবাজারে বিক্রির দায়ে দু মেম্বারকে কারাদণ্ড

0

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে ভিজিডির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দু ইউপি সদস্যকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং ভিজিডির চাল ক্রেতা নড়াগাতি বাজারের ব্যবসায়ী সুভাস সাহাকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত দু ইউপি মেম্বার হচ্ছেন জয়নগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মোশারেফ হোসেন ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য রনি বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নড়াগাতি বাজারের সুভাস সাহার দোকান থেকে ভিজিডির ৫ বস্তা চাল উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ। ওই চাল আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন ও রনি বেগম এবং চাল ক্রেতা সুভাস সাহাকে আটক করা হয়। দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন ও রনি বেগমকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়া দোকান মালিক সুভাস সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর দন্ডপ্রাপ্ত দু ইউপি মেম্বারকে কারাগারে প্রেরণ করা হয়েছে।