যশোর শহরে চাঁদা দাবির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের বোমা হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলবাজারের একজন ছিটকাপড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় সোমবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিলো সন্ত্রাসীরা। কিন্তু বোমা বিস্ফোরিত না হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
শহরের আশ্রম রোডের বাসিন্দা যুবলীগ নেতা কামাল হোসেন তুহিন জানান, আশ্রম রোড গাড়োয়ানপট্টির মৃত টনু মিয়ার ছেলে সন্ত্রাসী জাফর রেলবাজারের একজন ছিটকাপড় ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুর ১২টার দিকে মহিলা মাদ্রাসার পাশে রেললাইনের সামনে সঙ্গীসহ জাফরকে দেখতে পেয়ে সেখানে যান। এ সময় তিনি তার কাছে চাঁদা দাবির প্রতিবাদ করলে জাফর বোমা নিয়ে তেড়ে আসে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু বোমাটি বিস্ফোরিত না হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।