“আমরা সকলের সহযোগিতায় করোনা যুদ্ধে জয়ী হতে পারব”

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন বলেন, সারা বিশ্ব এখন প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা সকলের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে করোনা যুদ্ধে জয়ী হতে পারব। সচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিকেলে তার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকট মুহূর্তে সাংবাদিকদের ভূমিকা ছিল স্মরণীয়। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ক্রান্তিকালে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। ইতোমধ্যে করোনায় কর্মবিমুখ মোরেলগঞ্জ-শরণখোলায় সাড়ে ৪ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আরো ৫ শ জনকে এ সহায়তা দেয়া হবে। করোনায় মোকাবেলায় মোরেলগঞ্জ-শরণখোলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা নিরলস কাজ করে যাচ্ছেন। মতবিনিময় সভায় মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি মো. শামীম আহসান মল্লিক, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম মাইনুল হোসেন, প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলামসহ সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।