আইজিপি ব্যাজ পেলেন বেনজীর

0

লোকসমাজ ডেস্ক॥ নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন নতুন আইজিপিকে ব্যাজ পরিয়ে দেন । এর মধ্যে দিয়ে বেনজীর আহমেদ মহাপরিদর্শক পদে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন। আজ বুধবার থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি। এদিকে র‌্যাংক ব্যাজ পরিধানের পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নতুন আইজিপি বেনজীর আহমেদ। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ এপ্রিল ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ পান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্বে থাকা বেনজীর আহমেদ। অপরদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার সকালে তিনি উত্তরায় র‌্যাব দর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র‌্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার দুপুরে বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।