চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর খাদ্যসহায়তা প্রদান শুরু

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় কর্মহীন মানুষের মধ্যে সেনাবাহিনী খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের হরিজন কলোনী ও বেজপাড়ায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেন ক্যাপ্টেন মুকিতের নেতৃত্বে সেনা সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে.কর্নেল আসিফ।
আলমডাঙ্গা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মুকিত জানান, সেনা সদর দপ্তরের নির্দেশনা অনুয়ায়ী খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রাথমিকভাবে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে নামের তালিকা গ্রহণ করি। পরে ওয়ার্ড কমিশনার এবং সেনাবহিনীর মাধ্যমে মানুষের দরজায় দরজায় গিয়ে যাচাই করি। এখন সে অনুযায়ী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া, ভবিষ্যতেও এ খাদ্য সহায়তা প্রদান চলমান থাকবে।