বাগেরহাটে সেনাবাহিনীর টহল অসহায়দের মাঝে খাদ্য প্রদান

0

বাগেরহাট সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন করতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। কর্মহীন অসহায়দের খাদ্য সহায়তাও প্রদান করছেন তারা। এর অংশ হিসেবে দুপুরে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৭ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত ২৮ ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁনের নেতৃত্বে বাগেরহাট শহরের সাধনার মোড়, ফলপট্টি মোড়, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করেন সেনাসদস্যরা। এ সময় ওইসব এলাকায় ও হাটবাজারে জীবাণুনাশক স্প্রে করেন তারা। সাধারণ মানুষকে জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এবং সামাজিক দূরত্ব মানতে উৎসাহিত করেন। সকলকে বাড়িতে থাকার অনুরোধ জানান। পরে বাগেরহাট সদর উপজেলায় বিভিন্ন অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করনে তারা।
পরে বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাড় গ্রামের সত্তরোর্ধ দুই নারীসহ অনেককে খাদ্য সহায়তা দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়িতে বসে সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে খুশি তারা। অসহায় এক নারী বলেন, করোনা পরিস্থিতিতে ঘর থেকে বাইরে যাই না। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলাম। দুপুরে হঠাৎ সেনাবাহিনীর লোকেরা এসে খাবার দিয়ে গেল। খুব ভাল লেগেছে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, যারা এই খাবারের ব্যবস্থা করলেন।