চৌগাছার ৫শ পরিবারের মাঝে ‘অগ্রযাত্রা’র খাদ্য সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় অগ্রযাত্রা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত ২০ দিনে উপজেলার ৫শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাজারের গুরুত্বপূর্ণ মোড়ে জীবানুনাশক স্প্রে ছিটানো ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
সংগঠন সূত্রে জানা গেছে, অগ্রযাত্রা সংগঠনটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন, হাকিমপুর, নারায়ণপুর, ধুলিয়ানী, স্বরুপদাহ ইউনিয়নে অসহায়, প্রতিবন্ধী,বিধবা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি বেগুন, ১ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, ২৫০ গ্রাম মরিচ,আধা কেজি লবণ, ১টি স্যালাইন ও ১টি সাবান বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি হাসিবুর রহমান হাসিব বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।