৩১৭৭ কোটি টাকায় বিক্রি হচ্ছে নিউক্যাসল ইউনাইটেড

0

লোকসমাজ ডেস্ক॥ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড বিক্রি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ক্লাবটির বর্তমান মালিক মাইক অ্যাশলে নতুন চুক্তির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন। ক্লাবটির নতুন মালিক হতে যাচ্ছেন আমান্ডা স্ট্যাভেলি। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ২০০৭ সালে মাইক অ্যাশলে ক্লাবটি কিনে নেন। অবশেষে ১৩ বছর পর ৩০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিক্রি করছেন ক্লাবটি। বাংলাদেশি অর্থমূল্যে যা ৩১৭৭ কোটি টাকার সমান। ইতিমধ্যে দু’পক্ষের মধ্যে ৩১ পৃষ্ঠার একটা চুক্তিপত্র স্বাক্ষর হয়ে গেছে। দ্যা গার্ডিয়ান জানিয়েছে, ইয়র্কশায়ারের স্ট্যাভেলি একা ক্লাবটির মালিক হবেন না। তাঁর সঙ্গে যুক্ত আছে যুক্তরাজ্যের রিউবেন ব্রাদার্স ও সৌদি আরবের একটা কনসোর্টিয়াম গ্রুপ। এই তিন পক্ষের মধ্যে ক্লাবটির অংশীদারত্বের ৮০ ভাগ থাকবে সৌদি আরবের সেই কনসোর্টিয়াম গ্রুপের কাছে। ১০ শতাংশের মালিক হবে রিউবেন গ্রুপ। আর বাকি অংশ স্ট্যাভেলির। এদিকে স্কাই স্পোর্টস জানিয়েছে, শুরুতে দু’পক্ষের মধ্যে কথা হয়েছিল, ক্লাবটির বিনিময় মূল্য হবে ৩৪০ মিলিয়ন পাউন্ড। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে পরবর্তীতে দাম কমে যায় ক্লাবটির।