লিভারপুলের ফুটবলারদের জন্য এ কেমন উদ্যোগ কোচ ক্লপের

0

লোকসমাজ ডেস্ক॥করোনার কারণে বন্ধ হয়ে আছে খেলাধুলা। ইংলিশ প্রিমিয়ার লিগও মাঠে নেই প্রায় দেড় মাসের মতো। আবার কবে খেলা ফিরবে সেটা জানেন না কেউ। খেলোয়াড়, কোচ সবাই আছেন ঘরে বন্দি হয়ে। আর এই একঘেয়েমি কাটাতে ঘরে থাকা ফুটবলারদের জন্য অনলাইন কনফারেন্সের ব্যবস্থা করেছে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। অনলাইন কনফারেন্স সফটওয়্যার জুমের মাধ্যমে এই ব্যবস্থা করেছেন তিনি। দলের খেলোয়াড়দের সঙ্গে রাখছেন যোগাযোগ। এই ভিডিও কনফারেন্সকে স্বাভাবিক ট্রেনিং সেশনের মতোই গুরুত্ব দিচ্ছেন তিনি। যে কারণে কেউ এতে দেরি করলেই তাকে গুনতে হবে জরিমানা।
লিভারপুলের এই অনলাইন সেশন সাধারণত শুরু হয় সকাল ১০টা থেকে। তার আগে সাড়ে ৯টা থেকেই চ্যাট ওপেন করে দেয়া হয় সবার জন্য। ত্রিশ মিনিটের মধ্যে সবাই যোগ দিলে শুরু হয় আলোচনা। দলের খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত অনলাইন বৈঠকের ব্যাপারে ক্লপ বলেন, ‘আমরা যখন ১০টায় শুরু করি, তখন সাড়ে ৯টা বাজেই চ্যাট ওপেন করে দেয়া হয়। যাতে সবাই চলে আসতে পারে। আর কেউ এই চ্যাট মিস দেয় না। না এসেও উপায় নেই! কারণ আমরা জরিমানার ব্যবস্থাও রেখেছি। এটা হয়ত খুব স্বাভাবিক আলোচনাই। তবে আমি এটা খুব উপভোগ করি।’
এদিকে ক্লপ জানান, তিনি ভাগ্যবান যে এখন অনলাইনে এমন সুযোগ আছে। করোনা যদি ইন্টারনেটের আগে আসতো তখন বিষয়টা আরও কঠিন হয়ে পড়তো সবার জন্য। ক্লপ বলেন, ‘২০২০ সালে এসে ভাল দিক এটাই যে, আমরা অনলাইনে টেকনিক্যাল সুযোগটা পাচ্ছি। কল্পনা করুন, যে আশির দশকে এমন হয়েছে! তখন পুরো বিষয়টাই আরও কঠিন হয়ে যেত। শুধু ফুটবল না, সব বিষয়ে।’ করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগে নিশ্চিত শিরোপার দিকে এগুচ্ছিল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ছিল ২২, আর মাত্র ২টি জয় হলেই আনুষ্ঠানিকভাবে শিরোপা নিশ্চিত হয়ে যেত ক্লপের শিষ্যদের।