ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৭

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার দেশটিতে মৃত্যুর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ৬০২ জন। বোরেল্লি জানান, সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৬৬ জন, রবিবার ৪৩১ জন। ফলে গত দুই দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭ জনে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭২। ফলে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪৮৮। অ্যাঞ্জেলো বোরেল্লি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ফলে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ১৩০ জন। আক্রান্তের সংখ্যা কমছে। আমরা আশাবাদী খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরবে ইতালি।