মৃত্যুর মিছিলে ১ লাখ ২৫ হাজার

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে আক্রান্তদের মৃত্যুর মিছিল। মঙ্গলবার এই দেশ ও অঞ্চলগুলোতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৭০৪ জন। অর্থাৎ ২০ লাখ ছুঁতে আর খুব বেশি দেরি নেই। একই সময় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার সাত জনে। আক্রান্ত ও মৃতের দুটির তালিকাতেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬ লাখ ২ হাজার ৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৫ হাজার ১৩২ জন। এর মধ্যে নিউ ইয়র্কে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। ইউরোপের দেশগুলোতেও মৃতের সংখ্যা কমার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। ইতালি ও স্পেনের অবস্থা হয়েছে- আজ কমে তো কাল বাড়ে। স্পেনে সোমবার রাতে করোনায় ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। অথচ সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৪৭। মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৫৬ তে পৌঁছেছে। একই সময় আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৫ জন বেড়ে মোট সংখ্যা এক লাখ ৭২ হাজার ৫৪১ এ পৌঁছেছে।
ইতালির অবস্থা অনেকটা স্পেনের মতোই। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬০২ জনের। অথচ সোমবার এই সংখ্যা ছিল ৫৬৬। দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৬৭তে। ফ্রান্সে এখনও বেড়ে চলছে মৃতের সংখ্যা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশটিতে ৭৬২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ১০৭ এ পৌঁছেছে। আশঙ্কার কথা হচ্ছে, দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারিভাবে মৃতের যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে বাস্তবিক সংখ্যা এর চেয়ে ১৫ শতাংশ বেশি হতে পারে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজার‌ল্যন্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতিদিনই করোনার মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে আক্রান্ত ব্যক্তিরা। দক্ষিণ-এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থা ভয়াবহ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে।