মনিরামপুরে বিএনপির পক্ষ থেকে দরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রি পৌছে দেওয়া হচ্ছে

0

এস.এম.মজনুর রহমান,মনিরামপুর(যশোর)॥ মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় যশোরের মনিরামপুরে ঘরে থাকা দরিদ্র অসহায়দের সহযোগীতার উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ১০ হাজার পরিবারে নিরবেই পৌছে দেয়া হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রি। এসব খাদ্য সামগ্রিতে অর্থায়ন করছেন বিএনপির থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। আর এসব খাদ্য সামগ্রি সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে থানা ও পৌর বিএনপির কার্যালয় থেকে।
সার্বিক তত্ত্বাবধানে থাকা থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, তিনিসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাধ্যমত অর্থ দিয়ে প্রতি পরিবারের জন্য পাঁচ কেজি চাল, দুই কেজি আলু এবং এক কেজি ডাল প্যাকেটজাত করার পর ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে ঘরে থাকা দরিদ্রদের বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হচ্ছে। আর এ কার্যক্রম শুরু করা হয়েছে গত ১ এপ্রিল থেকে। ইতিমধ্যে কাশিমনগর, ভোজগাতী, খেদাপাড়া, চালুয়াহাটি, খানপুর, মনোহরপুরসহ বিভিন্ন ইউনিয়নে অন্ত:ত আট হাজার পরিবারে এসব খাদ্যসামগ্রি পৌছে দেয়া হয়েছে। কাশিমনগর ইউনিয়ণ বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী জানান, ইতিমধ্যে মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিনের অর্থায়নে এ ইউনিয়নে ৭৫০ পরিবারে খাদ্যসামগ্রি দেয়া হয়েছে। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম এবং সাধারন সম্পাদক আবদুল হাই জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডে ইতিমধ্যে দুই হাজার পরিবারে খাদ্যসামগ্রি দেয়া হয়েছে। থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন জানান, বাকী ইউনিয়ন সমুহে খাদ্যসামগ্রি বিতরনের প্রস্তুতি চলছে। তবে এসব খাদ্যসামগ্রি বিতরনের সময় যেন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়েছেন প্রতি শহীদ ইকবাল হোসেন। অপরদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নির অর্থায়নে ইতিমধ্যে উপজেলার প্রায় নয় হাজার পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রি পৌছে দেয়া হয়। অগ্নি জানান, বর্তমান নেহালপুর এবং মনোহরপুর ইউনিয়নে তার দেয়া খাদ্যসামগ্রি বিতরন কার্যক্রম চলছে।