কেন মেসি সবার চেয়ে আলাদা, জানালেন মাসচেরানো

0

লোকসমাজ ডেস্ক॥ফুটবল বিশ্বে লিওনেল মেসি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, সর্বকালের সেরা ফুটবলার কিনা এমন তর্ক তাকে ঘিরে হরহামেশাই ওঠে। অনেক ফুটবলবোদ্ধা তাকে ভিনগ্রহের ফুটবলার বলেও আখ্যায়িত করে থাকেন। বর্তমান সময়ের ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া বাকি সকলে এই আর্জেন্টাইন থেকে পিছিয়ে আছে যোজন যোজন পিছিয়ে। অন্য সব ফুটবলার থেকে মেসি কেন আলাদা, সে উত্তর জানালেন মেসির সাবেক বার্সেলোনা ও আর্জেন্টাইন সতীর্থ হাভিয়ের মাসচেরানো। তিনি মনে করেন, মাঠে মেসির মতো দ্রুতগতিতে সিদ্ধান্ত ও তার প্রয়োগ করতে পারেন না অন্য কোনো ফুটবলার।
সিয়েলোস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে মাসচেরানো বলেন, ‘ফুটবল মাঠে আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় আর সেটিকে মুহূর্তের মধ্যে প্রয়োগ করতে হয়। অনেক খেলোয়াড় মাঠে দুর্দান্ত সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু প্রয়োগের বেলার নিজেদের সেরাটা দিতে পারেন না। কিন্তু মেসি এখানে সবার চেয়ে ব্যতিক্রম। সে একই সঙ্গে দুটোইতে সফল। আর মেসি দুটো কাজ এত দ্রুততার সঙ্গে করে, এটা অবিশ্বাস্য।’ মাসচেরানো আরও যোগ করেন, ‘অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে মেসির পার্থক্য হলো, সে খেলা নিয়ন্ত্রণ করতে পারে। আর পারে বলেই ম্যাচে অনেক সুযোগ তৈরি করতে পারে মেসি। অপরদিকে আমরা ম্যাচের একটা অলিখিত চাপ অনুভব করি। আর মেসি থাকে স্থির।’ জাতীয় দলের হয়ে মেসির ট্রফির শোকেস খালি হলেও ক্লাব বার্সেলোনার হয়ে জিতেছেন প্রায় সব শিরোপা। ব্যক্তিগত অর্জনেও মেসি এগিয়ে সবার চেয়ে। জিতেছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর। মাসচেরানোও তাই মেসিকে ভিনগ্রহের দাবি করে বলেন, ‘আসলে মেসি কি নিয়ে যদি বলতেই হয়, সে আসলে জানে মাঠে কী করতে হবে আর কী না। ফুটবল আসলে তাঁর জন্যই। সে নির্দ্বিধায় ভিনগ্রহের ফুটবলার।’