লকডাউন মাতিয়ে দিলেন জাহ্নবী

0

লোকসমাজ ডেস্ক॥ মা ছিলেন অনিন্দ্য সুন্দরী। বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় তাকে৷ মায়ের পথ ধরে সিনেমাতে পা রেখেছেন নায়িকার বড় কন্যা জাহ্নবী কাপুর।
মায়ের মতো অভিনয় দিয়ে তেমন করে নিজেকে মেলে ধরতে পারছেন না বটে। তবে গ্ল্যামারের ছটায় তিনি মাতোয়ারা করে রেখেছেন বলিউড।
ভারতে এখন চলছে লকডাউন। গৃহবন্দীর এই সময়ে আবারও নিজের সৌন্দর্য মেলে ধরলেন তিনি সোশাল মিডিয়ায়। নতুন এক ভিডিওতে তুলছেন নাচের নতুন স্টেপ।
রোববার নাচের ক্লাস ভীষণভাবে মিস করছিলেন জাহ্নবী। তাই সময় কাটাতে ইনস্টাগ্রামে পোস্ট করলেন নিজের নাচের একটি ভিডিও। ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন অভিনীত উমরাও জান ছবি থেকে ‘সালাম’ গানটি বেছে নিলেন নায়িকা।
নিখুঁতভাবে ফুটিয়ে তুললেন প্রতিটি ভঙ্গি-এক্সপ্রেশন। আর তাতেই বাজিমাত হলো নেট দুনিয়া।