মশ্মিনগরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মালয়েশিয়া প্রবাসী ইউনুস

0

করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেণ্টাইনে থাকা যশোরের মনিরামপুর থানার মশ্মিনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় এক হাজার পরিবারকে মালয়েশিয়া প্রবাসী গাজী ইউনুছ আলির প থেকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। করোনা ঝুঁকির মধ্যে প্রবাসে বসেই মণিরামপুর উপজেলার মশ্মিনগর ইউনিয়নের কর্মহীন গৃহবন্দি প্রায় এক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। পরিবারের স্বজনদের মাধ্যমে এলাকার কর্মহীন দরিদ্র মানুষের তালিকা করে দুই দিন যাবত প্রত্যেকটি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। গত শনিবার সকাল থেকে নোয়ালী, খাজুরা, রামপুর, শাহপুর, চাকলা ওয়ার্ডে এবং দ্বিতীয়দিনের মত মশ্মিনগর, ভরতপুর, কাঠালতলা, চাপাতলাসহ ইউনিয়নে ১৬টি গ্রামের এক হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।