যশোরে তাবলীগ জামাতের ৯ মুসল্লি ও ২ দিনমজুর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া কলেজিয়েট স্কুলকে নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। সেখানে তাবলীগ জামাতের ৯ জন মুসল্লি ও দু’জন দিনমজুরকে রাখা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানিয়েছেন, ভাতুড়িয়া গ্রামের ৯ জন মুসল্লি ৩/৪ দিন আগে সিলেটে তাবলীগ জামাতে যান। সেখানে অনেক ঘোরাফেরা ও ধর্মীয় কাজ শেষে গতকাল নিজ গ্রামে আসেন। তখন ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানান। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় যশোরের সিভিল সার্জন ওই ৯ জনকে ভাতুড়িয়া কলেজিয়েট স্কুলে নিয়ে যান এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন তৈরি করে তাদের সেখানে রাখা হয়। পরে নড়াইল থেকে কাজ শেষে বাড়িতে ফিরে আসা হিন্দু সম্প্রদায়ভুক্ত আরও দু’জনকে ওই কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এ নিয়ে নতুন এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লোকজনের সংখ্যা হয় ১১ জন। সিভিল সার্জন জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লোকজনকে ১৪ দিন রাখা হবে। সরকারিভাবে তাদের সহযোগিতা দেয়া হচ্ছে।