যশোরে ১১৮ নমুনার মধ্যে ৫০টির রিপোর্ট এসেছে : আক্রান্ত একজন

0

বিএম আসাদ ॥ করোনাভাইরাস (কেভিড-১৯) সংক্রমণ সন্দেহে সংগ্রহ করা ১শ’ ১৮টি নমুনার মধ্যে ৫০টির রিপোর্ট যশোরে এসে পৌঁছেছে। এর ভেতর একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিগুলো করোনামুক্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, গতকাল ১৭ জনের শরীর থেকে কোভিড-১৯ সংক্রমণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১শ’ ৩৫টি। পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ১শ’ ১৮টি। এর ভেতর ৫০টি নমুনা পরীক্ষার রিপোর্ট তিনি হাতে পেয়েছেন। পরীক্ষায় মনিরামপুরের একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত ছাড়া অন্য সবগুলো করোনামুক্ত বলে প্রমাণিত হয়েছে। সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর লিখিত রিপোর্ট খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে হাতে পেয়েছেন। বর্তমানে ওই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা ভালো উল্লেখ করে বলেন, ২৪ ঘন্টায় ৮০ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয় ১শ’ ৯ জন। এর ভেতর ৯১ জনকে ছেড়ে দেয়া হয়। সর্বমোট ৩ হাজার ৮৮ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। কোয়ারেন্টিন থেকে ২ হাজার ৪শ’ ৬১ জনকে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল বেনাপোল স্থলবন্দর হয়ে ৪৮ জন ভারত থেকে দেশে ফিরেছেন। তাদেরকে সদর উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অন্যদিকে, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানিয়েছেন, গতকাল বিকেল পর্যন্ত হাসপাতালের কোয়ারেন্টিনে ৩ জন ও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৪ জন। এদিকে, হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, গতকাল ফু কর্নার থেকে ৩ জনকে কোয়ারেন্টিনে ভর্তি করা হয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়।