উদীচী যশোরের আহ্বান,পহেলা বৈশাখ হোক মানবিক

0

করোনাভাইরাস পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে উদীচী, যশোর জেলা সংসদের পক্ষ থেকে আমরা বাংলা ১৪২৭ সালের প্রথম দিন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল, ২০২০) বাংলা বর্ষবরণ অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই দুঃসময়ে যশোর পৌরপার্কের সবুজ চত্বরে পহেলা বৈশাখের নতুন ভোরে যশোরবাসীর সঙ্গে আমরা মিলিত হতে পারছি না। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দীর্ঘ ৪৪ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি। এবারেও প্রাথমিক প্রস্তুতি ছিল। কিন্তু বর্তমান সময়ে বর্ষবরণের আয়োজন না করে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। এই দুর্যোগময় পরিস্থিতিতে উদীচী, যশোরের পক্ষ থেকে ‘মানবিক সহায়তা তহবিল’ গঠন করা হয়েছে। এই তহবিলে জরুরিভাবে অর্থ সহায়তা প্রদান করার জন্য উদীচীর উপদেষ্টা, সদস্য, কর্মী, শুভানুধ্যায়ী, বন্ধুসহ আপামর যশোরবাসীকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানানো যাচ্ছে। সহায়তা প্রদানের জন্য মাহবুবুর রহমান মজনু, ভারপ্রাপ্ত সভাপতি, মোবাইল: ০১৭১১-১৫৩৭৩০, সাজ্জাদুর রহমান খান বিপ্লব সাধারণ সম্পাদক, মোবাইল: ০১৭১১-৯৮৮৩২৩ এবং হুমায়ুন কবীর কোষাধ্যক্ষ, মোবাইল: ০১৭২৪-৩০২২৩০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমরা সকলকে বলব, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এই সময়ে সকলে মিলে ঘরে থাকুন, নিরাপদ থাকুন এবং জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলুন। নতুন বছরে সকলের জন্য একটিই প্রত্যাশা ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ শুভ নববর্ষ ১৪২৭। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। বিজ্ঞপ্তি।