বাঘারপাড়ায় সরকারি চাল কালোবাজারে বিক্রি মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় সরকারি চাল কালোবাজারে বিক্রির মামলায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এছাড়া চার্জশিটে সাফায়েত হোসেন নামে এক আসামির অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দাখিল করেন খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন, সদর উপজেলার গহেরপুর গ্রামের মৃত আবু হানিফের ছেলে দেলোয়ার হোসেন, যশোর শহরের এইচএমএম রোডের গৌর ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া ও নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মৃত বিপদ ভঞ্জন বিশ্বাসের ছেলে কিশোর কুমার বিশ্বাস, বরিশাল মুলাদী উপজেলার চরডিক্রী গ্রামের শাহ আলম হাওলাদরের ছেলে ড্রাইভার মাসুদ হোসেন সুজন ও ফরিদপুর শহরের লিয়াকত আলী সড়কের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে মেসার্স মোসলেম বিশ্বাসের মালিক মোসলেম বিশ্বাস। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাজুরার একটি গুদাম থেকে ৪৯২ বস্তা ও কাভার্ডভ্যান থেকে আরও ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করে। এ ব্যাপারে খাজুরা পুলিশ ক্যাম্পের এএসআই সুভেন্দু কুমার পাল ৫ জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে উল্লিখিত চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে অভিযুক্ত মোসলেম বিশ্বাসকে পলাতক দেখানো হয়েছে।